//নারী পুরুষের চাওয়া রহস্য//


আমি ধূলো হতে চাই কেন জানো!
বলছি এ কথা আমি সজ্ঞানে
তোমার সঙ্গে মিশে যেতে চাই
আমার ইচ্ছা ঠিক সেই কারণে।


তোমার চাওয়ায় আমি কেন নেই!
তোমার চাওয়াতে কী আছে, জানিনা
জানার সুযোগ কখনো কী পাবো!
সবই ভুল হয়ে যায় যে ধারণা।


কেন আসক্তি! কীসে আসক্তি!
কী ভাবেই হয় এর নির্ধারণ!
শুধু তুমি নও, দেখি কত লোক
তাঁদের প্রতি তো নেই আকর্ষণ।


কে কাকে চাইবে, কে পারে জানতে!
কে কাকে চাইছে, তাও তো অজানা
নারী পুরুষের চাওয়া রহস্য
পাওয়ার পরেও হারায় ঠিকানা।


বৈশিষ্ট্যসূচক মন চাওয়া পাওয়া
এর থেকে নেই কারোর রেহাই
মন চাওয়া পাওয়া তুলনারহিত
শুধু মেনে নেওয়া উচিত হবেই।


মেনে তো নিয়েছি, জড়িয়েছি ভাব
ভাব নিয়ে খেলি স্বাধীন ভাবেই
ধূলো হতে চাই স্বতন্ত্রতাতেই
কেউ থামাবে না, সহজ জ্ঞানেই।


চাইতেই পারি, আমি হতে হাওয়া
যদি হয়ে যাই, মিশে যেতে পারি
লাভ ও ক্ষতির হিসেব যে নেই
জানলে না তুমি, আপসোস করি।


সুবীর সেনগুপ্ত