//নীরব জীবন শুধুই কালো//


বেশী বেশী শুনি, বলি কম কম
শুনে শুনে আমি শিখি বেশী বেশী
বেশী বেশী বলি, শুনি কম কম
শেখা কমে কমে হয়ে যায় নিশি।


কেন বলব না আমি বেশী বেশী!
বলতে যে পারি, সে তো নয় দোষ
বেশী বেশী শোনা চলতেই থাকে
শুনতে লাগে না করতে আপোষ।


কেউ বলে বেশী, আর কেউ কম
যার যা মর্জি, বলা সেরকম
মর্জি হলেও আছে জিজ্ঞাসা
বলা থেকে যেন না আসে জখম।


কম কথা ভালো, ভাবা যেতে পারে
বেশী কথা ভালো, বসলে আসরে
কম নাকি বেশী, কীসে মান্যতা!
বেশী কম থেকে কী আসবে ঘরে!


বেশী আর কম দুটোই তো ভালো
দুটোই খারাপ যদি নেভে আলো
কথা হোক, কথা হতেই থাকুক
নীরব জীবন শুধুই যে কালো।


সুবীর সেনগুপ্ত