//'নেই তাই পাচ্ছ না' শুনতেই হবে//


নেই তাই পাচ্ছ না, থাকলেই পেতে
এই কথা শুনে আমি থাকব কি মেতে!
কিন্তু আমি তো জানি, আজ কিছু আছে
তবে আজ কেন বলো, কিছু নেই কাছে!


যখন দেওয়ার হয়, একটি নিয়ম
নেওয়ার সময় এলে, বদল নিয়ম
এই নিয়ম শেখানোর প্রয়োজন নেই
সকলেই শিখে যায় খুব সহজেই।


যাঁরা আছে ব্যবসাতে, তাঁরা জেনে ফেলে
দিতে হবে দেরী করে, বাহানার ছলে
ছোট ক্রয় ছোট কাজ, নগদ বিচার
বড় ক্রয় যত হবে, ধারে কারবার।


ব্যবসার মতো নয় কোনো সংসার
সংসারে দেওয়া নেওয়া নিজের ব্যাপার
এখানে স্বার্থ আর মান নিয়ে খেলা
কুটিল মনের হয় জয়-জয়াকার।


থাকলেই কেউ দেবে, ভাবতে পারি কি!
আমার থাকলে, আমি দিয়ে দিই নাকি!
দেওয়াতে স্বার্থ থাকে, ভাবনাও স্বার্থে
এক পেশে ভাবনায় সব ঢেকে রাখি।


আমার যা আছে সে তো আমি পেয়ে গেছি
তারপরে আরো পাওয়াতেই ডুবে গেছি।
যখন পাচ্ছি না, ঠোক্কর খাচ্ছি
'নেই তাই পাচ্ছ না' শুনেও চলেছি।


কখনো দেবে না কেউ, স্বার্থ না থাকলে
আর যদি দেয় সেটা বিরল এর দলে
বিরল মানেই হলো সেটা ব্যতিক্রম
তা নিয়ে কি আলোচনা কখনোই চলে!


সুবীর সেনগুপ্ত