//নিজেকে জানার নিশ্চয়তা নেই//


নিজেকেই যদি নাই জানলাম
কী করে জানব অন্য কাউকে!
নিজেকে না জেনে অন্যকে জানা
হতে কী পারেনা এই ভ্যুলোকে!


নিজেকে জানার মানে কী যে হবে!
নিজেকেই দেখে যাই আয়নাতে
শত শত বার নিজ রূপ দেখি
তবু পুনরায় চাই তো দেখতে।


নিজ রূপ জানা খুব হয়ে যায়
নিজ কাজগুলো ধীরে ধীরে জানি
নূতন নূতন কাজ সম্মুখে
জানাও হয়না পূর্ণ, তা মানি।


কতটুকু জানি নিজের শরীর!
শরীরের জ্ঞান খুবই সামান্য
এতে কারো নেই কোনো সংশয়
শরীর জটিল, ঘন অরণ্য।


নিজের আত্মা অজানাই থাকে
আত্মার রূপ নিয়ে কল্পনা
নিজের যে মন, ঠিক সেরকম
মায়ার সঙ্গে হবে কী তুলনা!


নিজের ভাবনা, নিজের চিন্তা
কোনোটারই নেই একটা সীমানা
সীমানাবিহীন বলে অসহায়
কী করে খুঁজব, জানব ঠিকানা!


নিশ্চিত করে কী যে জানবার!
গড়তে পারিনা একটি তালিকা
জানা তাই হয় ধারাবাহিকতা
কিন্তু অন্ত থেকে যায় ঢাকা।


নিজেকে জানিনা, তবে জেনে গেছি
পুরোপরিভাবে জানা অসম্ভব
প্রয়াস চলবে অন্যকে জানা
কাজেও লাগবে নিজ অনুভব।


সুবীর সেনগুপ্ত