//নিজেকে নিঃস্ব ভাবতে পারিনা//


আমি বাজাতে পারিনা জলতরঙ্গ
সাজাতে কিন্তু পারি
কিছু কিছু কথা সাজিয়ে গুছিয়ে
কেবলই কবিতা গড়ি।


অনেক কিছুই করতে পারিনা
যে কাজ সহজ, করি
আমি আমাতেই সঁপেছি জীবন
সহজ পথেই পাড়ি।


ডাকতে পারিনা কাউকেই কাছে
পাছে ব্যথা দিয়ে ফেলি
বিষাদগুলোকে এক সাথে নিয়ে
মালা গড়ে আমি খেলি।


গাইতে পারিনা সুর ধরে ধরে
তাও গান আমি করি
যে তান গঠন হয় এই মনে
সেই তানে খুশী ধরি।


তপনে পারিনা স্বপন গড়তে
নীদ্রায় বহু গড়ি
বেশী কল্পনা করতে পারিনা
বাস্তবে গড়াগড়ি।


বকেয়া আদায় করতে পারিনা
কলহ দেখায় ছড়ি
ঋণীর ছায়াতে থাকতে পারিনা
ছায়া দেখলেই সরি।


নিয়মের ঘরে থাকতে চাই না
অধিনিয়মেই থাকি
নিজের নিয়ম নিজে গড়ে নিয়ে
পিষে যাই আমি চাকী।


নিজেকে নিঃস্ব ভাবতে পারিনা
সহায় আমার হরি
মনে পূর্ণতা পেয়ে গেছি আমি
কী আর করব চুরি!


আমার চেতনা রেখেছি যতনে
তা যে শুধু আমারই
এই জীবনের যত বিবেচনা
নিয়ে নয় মন ভারী।


সুবীর সেনগুপ্ত