//নতুন ভাবনা, তাও হয় মৃত//

চলে যেতে চাই, সহস্র বাধা
বাধা সরাতেই কাটছে জীবন
কী নতুন আর করব বলো তো!
নতুনেও পাবো বাধার সমন
তাই যেতে চাই দিনের ওপারে
আমার কামনা ভেবে ভেবে মরে।

সুবীর সেনগুপ্ত