//নতুন বছর এক উৎসব//


একটি সংখ্যা দিয়ে
বছরের পরিচিতি
চলছি এটাই মেনে
নয় কোনো নব রীতি।


সংখ্যাটি স্থির নয়
সময়ে বদলে যায়
বদলানো সংখ্যাতে
পরিচিতি বদলায়।


কিছুই তো স্থির নয়
কখন যে বদলায়!
হদিশের সন্ধানে
অনুমানে যেতে হয়।


শুভ নববর্ষের
কোনো অনুমান নয়
অতীতের সংখ্যাতে
এক জুড়ে হয়ে যায়।


অগ্রিম কী কী জানি
তালিকাতে টানাটানি
নতুন বছর শুরু
কবে হবে, ঠিক জানি।


বাংলা তারিখগুলো
কার মনে থাকে, বলো!
চৈত্রের শেষ দিকে
বৈশাখ মনে এলো।


চৈত্র কি থাকে মনে!
মার্চ এলে, মন জানে
এপ্রিলে মন যায়
নববর্ষের পানে।


ইংরাজী বাংলা
হাত ধরে পথ চলা
দুটোতেই বারো মাস
নেই কোনো ছলাকলা।


বাংলার বারো মাস
চর্চাতে নেই শ্বাস
কতবার আসে মনে!
কোথায় যে অবকাশ!


ইংরাজী মাসগুলো
সবেতেই পদধূলো
মাস ও তারিখ দিয়ে
জীবন ধনী হলো।


চাইছি নতুন সব
নতুনে হই সরব
নতুন বছর এলে
মেনে নিই উৎসব।


সুবীর সেনগুপ্ত