//নতুন কবিতা যোগ দিতে হবে//


নতুন কবিতা যোগ দিতে হবে
কবিতাই নেই, জুড়ব কী করে!
নতুন কবিতা লিখতেই হবে
তবেই তো যোগ করা যেতে পারে।


বসিয়ে দিয়েই একের পর এক
মনে পছন্দ কয়েক শব্দ
তারই মাঝে খোঁজা একটা অর্থ
না যদি পাই, বদল শব্দ।


অর্থ খোঁজার কী যে প্রয়োজন!
আর খোঁজা যদি হয় কবিতায়
যেমন তেমন গড়লেই হলো
অর্থ খোঁজা তো পাঠকের দায়।


গরু উঠে যায় গল্পের মাঝে
কল্পনাপ্রসূত বহু কিছু হয়
লেখকের ভাবনাতে কী যে ঘটে!
যাই ঘটুক-না, লেখা হয়ে যায়!


কবিতা হয় না গল্পের মতো
কয়েক লাইন লিখলেই শেষ
গল্প কয়েক পাতার হবেই
ছোট্ট লেখার ছোট্টোই ক্লেশ।


এক লাইনের কবিতা পড়েছি
একশ লাইন, কোনো কবিতায়
এক বা একশ, অধিকারে কবি
পাঠকের পড়া থাকে কী মাথায়!


কেন যে লিখছি এতসব আমি!
কী উদ্দেশ্যে আমার এই লেখা!
একটাই শুধু আছে উদ্দেশ্য
সেই উদ্দেশ্যে নতুনের দেখা।


কিছু জেদ নিয়ে প্রতিটি মানুষ
জেদ এর মূল্যায়নই হয় না
আমার জেদ এর আমিই মালিক
জেদ থেকে খুশী পেতে কী পারিনা!


কবিতা যুক্ত করে পাবো খুশী
আর নেই বেশী করা অপেক্ষা
কেউ তো পড়বে আমার কবিতা
আর আমার হবে কিছু তো শিক্ষা।


সুবীর সেনগুপ্ত