গঠন হয়েছিল ইচ্ছাগুলোর
যৌবনে পদার্পনের আগেই
কত আগে ঠিক বলতে পারব না
হয়ত কৈশোরের শেষ ভাগে|
কত যে ইচ্ছা - একক ইচ্ছা, যৌথ ইচ্ছা, দলেও ইচ্ছা
এখন মনে করলে হাসি পায়|
কত পরিকল্পনা ইচ্ছাগুলো সাকার করার
যেন এর থেকে গুরুত্বপূর্ণ কিছুই নেই|
ইচ্ছে গঠন থামেনি-
স্থান ও সময় হয়েছিল ভিন্ন
বৃদ্ধি পেয়েছিল আয়তন
সব উৎসাহ ও চেষ্টার সমন্বয়ে|
কিছু ইচ্ছা হয়েছে পূরণ
কিছু হয়েছে অংশে
আর কিছু রয়ে গেছে আনকোরা|
এগুলো ভাবলে এখন মনে হয়
জীবন ছিল কৌতুকপূর্ণ|
কৌতুক হলেও, ইচ্ছা পারেনি প্রভাবিত করতে
মাঝ বয়সেই কমেছিল ইচ্ছার আকর্ষণ|
ইচ্ছের আগমন থামানো যায় না-
এখনো আসে কিন্তু প্রবেশ করতে পারেনা অন্তরে|
পুরোনো ইচ্ছা সব প্রায় মৃত হয়েছে-
এখন কাজের মধ্যে করি ইচ্ছার অন্বেষণ|
যখন পাই, তার আকর্ষণ প্রভাবিত করে আমায়|
বেশ আছি নতূন সংকল্পের সাফল্যে|