//নয় অনুমান আন্দাজ আঁচ//


সূক্ষ বা স্থূল, তা সে যাই হোক
ধারণা কেবলই ধারণা
পরে গিয়ে সেটা ভুল কিবা ঠিক
খুশী বা বিড়ম্বনা।


হয় জানি আমি, না হয় জানিনা
সামান্য জানি, জানা বলব না
কানে আসলেই, হয় না তা জ্ঞান
তাই নিয়ে কথা, হবেই ধারণা।


জ্ঞান হলো জ্ঞান, নয় শুধু শোনা
দেখে আর বুঝে নিতেও তো হয়
শুধু দেখলেও, জ্ঞান বলা ভুল
জ্ঞান তো সেটাই, যেটা স্থায়ী হয়।


জ্ঞান অদৃশ্য, তবু ধরে রাখি
কী রঙ জ্ঞানের, লাল নীল খাকি!
কঠিন তরল বায়বীয় নয়
জ্ঞানের উৎস অনন্ত জোনাকী।


শিক্ষা তালিম আর প্রশিক্ষণ
তারপর কাজে লাগানোয় মন
বারবার করে হয় অভিজ্ঞতা
রূপান্তরে জ্ঞান হয় ধন।


জ্ঞানই থাকুক প্রতিযোগিতায়
ধারণার স্থান স্বপনের দায়
অনুমান আন্দাজ আর আঁচ
করলেই, সব যাবে ধারণায়।


শিখতে পারিনি, তা তো নয় পাপ
সুযোগ ছিল না, হয় অনুতাপ
জ্ঞান আহরণে নেই নির্ঘন্ট
জ্ঞানই শুধু পরিচিত ছাপ।


সুবীর সেনগুপ্ত