ভেঙ্গে গেছে, তবু ফেলতে পারি না
একী পাগলামি, মানতে পারি না
এ দিয়ে যা হত, আর কি হবে না!
কেন রেখে দিই, বোঝাতে পারি না|


কিনি প্রয়োজনে, কিনি সখ করে
বাড়তি হয়েই থাকে ঘরে ঘরে
লাগাবো যে কাজে, সময় কোথায়!
হাতে এলে, সখ ঘুমিয়েই পড়ে|


কোনা ভেঙ্গে গেছে, টুকড়ো হয়নি
ব্যবহার হবে, তাও আমি জানি
এক ভাঙ্গা কোনা মুছবে কদর!
কি করে মানবো! মাথায় ঢোকেনি|


সব মানুষের ভেঙ্গে যায় মন
ফেলতে কি পারি যখন তখন!
যে জিনিস আজ লাগছে না কাজে
হতে তো পারেই আগে প্রয়োজন|


জিনিসে জিনিসে ভরা সব বাড়ী
কটা লাগে কাজে, গুণতেই পারি
যা লাগে না কাজে প্রত্যেকদিন
তা থাকুক পড়ে, ভাবব না ভারী|


জিনিস কেনার বিরাম কোথায়!
এক এ থেমে থাকা পারাও না যায়
কিনছি, আনছি, পড়েই থাকছে
অবাক করার মত অভিপ্রায়|


শত শত আছে কেনার কারণ
ফেলে দেবো, তার হয় কি বারন!
আমার জিনিস আমি দেব ফেলে
তুমি বলবার কে হে গজানন!


কেউ কি ফেলবে পুরোনো শরীর!
এ যে একটাই, তাই থাকে স্থির
বাকী সব কিছু এক এক হলে
ফেলার প্রশ্ন হবেই বধির|