আমার অভাব আমার সঙ্গে
করেছে ভীষণ ভাব
তার সাথে ছাড়া বড় মুশকিল
এতই তার প্রভাব|

যদি চলে যাই তার থেকে দূরে
সহজেই কাছে টানে
বোঝায় আমাকে ইশারা করেই
অভাব তোমার মনে|

ওর বোঝানোয় আমি তো বুঝিনা
তুমি কি বুঝতে, বলো!
অভাবের সাথে ভাব করাটাই
কি সর্বনাশ যে হলো|

অভাব জানেনা আছে নাকি কেউ!
এই ধারণা কি ভুল!
যদি ভুল হয়, কথাও দিচ্ছি
দিয়েও দেব মাশুল|

অভাব থাকবে গরীবের ঘরে
ধনীরা অভাবে কেন!
এটাই জানতে খুব উৎসুক
হচ্ছে না জানা, জানো!

আমি ধনী নই, সবাই মানবে
আমার অভাব আছে
সে অভাবে আমি বিচলিত নই
থেকেও থাকেনা কাছে|

অবাক হচ্ছ এই কথা শুনে
হওয়াটাই স্বাভাবিক
না হয়ে পূর্ণ অভাব সরবে
যেন ভয় পেয়ে নির্ভীক|

অভাব যে হবে সে তো জানা কথা
সবকিছু পেয়ে পারি কি!
শুধু ধন দিয়ে আসে না তো সব
আসতে পারেনা, জানো কি!

সুষ্ট জীবনে যা যা কিছু লাগে
সকলের ভাগে আসে না
সব কিছু পাওয়া সে তো বহুদূর
অভাব থেকেই বাসনা|

অভাব থাকবে, থাকতেই হবে
থাকুক না তার মতো
আমল না দিয়ে চললেই হলো
গড়বে না কোনো ক্ষত|

যেটার অভাব সেটাকে চাইনা
যেটা পাই সেটা কাম্য
এমন নিয়মেই চলে চলে আমি
করেছি জীবন রম্য|

অনেক অভাব সহে সহে আমি
বুঝেছি অভাব ধারণা
খুব অভাব চাই, পাইনা সহজে
আসলে যে মান পায় না|

সত্যি বলছি, আমি বেঁচে আছি
অনেক অভাব নিয়ে
তবুও কিন্তু নেই অভিযোগ
দিন চলে ধেয়ে ধেয়ে|

অভাব কি শুধু মনে!!!