//অভিপ্রায়//


অভিনব অভিপ্রায়
মনে আনা কেন হবে অন্যায়!
অভিনব অদ্ভুত অবিদিত যাই হোক
যাঁর যাঁর অভিপ্রায়, সে তো তাঁরই দায়।


আমার অভিপ্রায়
থাকবে না আর কোনো আঙিনায়
বাকী সব আঙিনাতে ভিন্ন অভিপ্রায়
পাবে নাকি সব স্থান বিতর্ক সভায়!


কৃত্রিম অভিপ্রায়
যদি হয়ে যায়, সে তো অস্বাভাবিক
এ সব অভিপ্রায় হবে না তো জানাজানি
ঘুরপাক খেয়ে খেয়ে সব হয়ে যাবে ঠিক।


অকৃত্রিম অভিপ্রায়
সেগুলোই সকলে চায়, নয় কি!
পূরণ হয়না সব চাওয়া কখনো
কিছু তো পূরণ হয় নিশ্চিত বৈকি।


বিদঘুটে অভিপ্রায়
যদি মনে আসে, সে তো কল্পনা
কল্পনা অধিকার, আসতেই পারে
আসবে ও উবে যাবে, হবেও অচেনা।


আকাটের অভিপ্রায়
যাই হোক তাতে নেই কোনো যুক্তি
যুক্তির আশেপাশে তার নেই মন
যদি বলে, এই সব নিছকই উক্তি।


অযাচিত অভিপ্রায়
সকলেরই সম্পদ হয় তো জীবনে
কে কী করে তাই নিয়ে নিজেই ভাবুক
ভেবে ভেবে পেয়ে যাক জীবনের মানে।


পাগলের অভিপ্রায়
এই নিয়ে হতে পারে নাকি আলোচনা!
উন্মাদিত মন তার ভিন্ন স্বতন্ত্র
থাকতে দাও-না তাকে হয়ে আনমনা।


সুবীর সেনগুপ্ত