//অভয় দেওয়ার প্রয়োজন//


অভয় দেওয়ার থাকলে ক্ষমতা, দাও
আমার এ মনে করে নেবে স্থান, জেনে নাও।


আজকে ভুগছি আমি যে সমস্যায়
হয়ত আসবে কাল তব আঙিনায়।


যত সমস্যা এই ভূবনের প্রাঙ্গণে
তাই নিয়ে জেগে ওঠে রহস্য পরানে।


কোনো সমস্যা নিশ্চিত করে কারো নয়
সেই কারণেই থাকে সমস্যা অজানায়।


না কিনতে হয়, না চাইতে হয় সমস্যা
কিন্তু আসবে, আর এলেই অমাবস্যা।


সব সমস্যার আছে নাকি সমাধান!
কে কী ভাবে দেবে এই প্রশ্নকে সন্মান।


এক সমস্যা ধরল আমাকে জড়িয়ে
আমি কি ভাবব, তুমি দেবে সেটা সরিয়ে!


কিছুতেই সেটা হবে না হবে না হবে না
এই সমস্যা কারো নয়, মম বেদনা।


কিন্তু কিন্তু থাকবে একটা কথা
সাহায্য হাত বাড়ানো কী হবে অযথা!


এখানেই আসে অভয় দেওয়ার প্রশ্ন
অভয় দিলেই, প্রেরণা হয় উৎপন্ন।


সামান্য এই কাজে থাকলেই আগ্রহ
মন থেকে উবে যাবে জমে থাকা সন্দেহ।


মানুষের সাথে মানবিকতার যোগ
এই যোগসূত্র দূরে ঠেলে দেবে দুর্ভোগ।


ভয় দেখিয়ে কি থাকা যায় কারো পাশে!
অভয়ের সাথে মন চলে যাবে বিশ্বাসে।


শুধু চাই এক সদিচ্ছাতে ভরা মন
সহায়তা আর সাহায্য হয়ে যাবে ধন।


অভয় দেওয়ায় নিজেরই মন প্রসন্ন
যাঁকে দেওয়া হয়, প্রেরণা পেয়েই ধন্য।


এই ছোট কাজে সহযোগিতার প্রয়োজন
সহযোগিতাই দেবে শান্তির না দেখা ক্ষণ।


সুবীর সেনগুপ্ত