কত অবদান রেখে যে গেছেন
কবিদের গুরু রবীন্দ্রনাথ!
আর সেই অবদানে ডুব দিয়ে
কত মানুষের আনন্দ রাত|
কাজ করলেই গড়ে অবদান
এ কথা করতে হবে না প্রমান
অবদান হতে পারে ছোট বড়
কিছু হয়ে যেতে পারে অবসান|
অবদান গড়ে, অবদান থাকে
বিখ্যাত হয়ে যায় কত নাম
অনেকেই পায় অনুপ্রেরণা
এমন লোককে কে করে প্রণাম!
যার অবদান তারই সন্মান
সন্মান দেয় সাধারণ-জন
দুহাত মিলেই বেজে ওঠে তালি
অবদান হয় অমূল্য ধন|
ছোট অবদান গড়ে সংসারে
সেই অবদান ধরে প্রিয়জন
ধীরে ধীরে অবদান হয় ফিকে
একদিন আর পায় না সমন|
জীবনে কি কেউ করে কোনো কাজ
অবদান গড়ে তোলার জন্য!
এমন ভাবনা কারো মনে নেই
প্রয়োজনে কাজ হয়ও গণ্য|
এ দেশে ও দেশে প্রায় প্রতিদিন
যোগ হয়ে যায় কিছু অবদান
সকলে মাতে না সব অবদানে
গরজ সবার নয় যে সমান|
অজানাতে যাওয়া মানুষের কাজ
ধারাবাহিকতা জুড়ে নীরসতা
মন আর ভাবনা ভিন্ন ভিন্ন
অতুলন এ মন খুড়ঁছেই মাথা|
অবদান নয় ইচ্ছার ফল
কখনো আবার ইচ্ছাতে গড়া
অবদান যদি হয় অকৃত্রিম
স্বর্ণাক্ষরে পড়ে যাবে ধরা|
কাজকেই দিতে হবে স্বীকৃতি
কাজে মনোযোগ খুব প্রয়োজন
পরিণাম পেতে পারে স্বীকৃতি
গড়তেও পারে কোনো অবদান|