//অবসর সাথী হলো অতীত স্মরণ//


প্রথমে পৌঁছে গেল
পৌঁছেই কথা হলো...
কথা শেষে জুড়ে গেল
জুড়ে গিয়ে মিশে গেল...
পাকাপাকি স্থান হলো
স্থান থেকে মান হলো...
জীবন সরণী পেল
উন্নতি ধরা দিলো...
সময় পেরিয়ে গেল
চার যুগ পার হলো...
অন্তের ডাক শুনে থেমে গেল মন
অবসর সাথী হলো অতীত স্মরণ।


সুবীর সেনগুপ্ত