//'অধিক' পুড়বে, নিয়ত পুড়বে//

'অধিক' পুড়ছে, ক্রমশ পুড়ছে
পুড়ে পুড়ে কম হতেও থাকছে
ছাই এর পাহাড় এখানে ওখানে গড়ছে...
পাহাড় গড়েও 'অধিক' কি শেষ হচ্ছে!

'অধিক' পুড়বে, নিয়ত পুড়বে
অধিক হলেই পুড়তে থাকবে
পোড়ার ভয়ে কি 'অধিক' লাগাম টানবে!
কক্ষণও নয়, কক্ষণও নয়
'অধিক' উর্দ্ধ এবং অধতে থাকবে।

সুবীর সেনগুপ্ত