//অলীক উদ্ভাবন অসীম অনন্ত//

শুনেই আমি ছুটে গেলাম
ওই দোকানের পানে
যেথায় কথা হচ্ছে বিক্রী
নয় সংখ্যায়, ওজনে।

আমার কোথায় কথার অভাব!
হলেও কীসের চিন্তা!
থাকনা অভাব, কী এসে যায়
বেশ কেটে যায় দিনটা।

কৌতূহলের শেষ দেখতেই
দোকানে উপস্থিত
দোকানদারের কথা শুনেই
উঠল নড়ে ভিত।

ভরসা যাদের কথার উপর
করতে কিছু জ্ঞাপন
গড়ছে তারা কথার পাহাড়
কথা তাদের আপন।

কথার সৃজনকর্তা মানুষ
মানুষ কেন কিনবে!
কিনবে তারা, চাইছে যারা
নতুন বস্তু, জানবে।

কথার ক্রেতা হওয়ার জন্য
এটাই হলো শর্ত
পূরণ করতে পারলে, এসো
বেচব কথা মস্ত।

কথা কেনার জন্য মানুষ
কেনে অভিধান
যাদের কেনার আগ্রহ নেই
শুনেই নিচ্ছে ঘ্রাণ।

কৌতূহলের শেষ দেখলাম
কল্পনারও অন্ত
কিন্তু অলীক উদ্ভাবন যে
অসীম আর অনন্ত।

সুবীর সেনগুপ্ত