// অনিচ্ছাতেও ইচ্ছাকে পাই //


ইচ্ছা যখন চলে গেল মুখ ফিরিয়ে
অনিচ্ছাকেই ডাকলাম আমি পাশে
তারপরে মম উপলব্ধিতে এলো
ইচ্ছা তো আছে অনিচ্ছাতেই বসে।


ইচ্ছা যায় না, যেতেই পারে না
ইচ্ছা ছাড়া যে জীবন বাঁচে না
যদি বেঁচে থাকে, হবেই অচল
অচল জীবন বাঁচতে জানে না।


ইচ্ছা প্রথম পদক্ষেপেই
দ্বিতীয় তৃতীয় আসে পরে পরে
উদ্ভাবনের ধারা থাকলেই
জানব ইচ্ছা আছে সংসারে।


সুবীর সেনগুপ্ত