//অন্য মাথায় তেল কেন দিই!//


তেলা মাথায় তেল না দিয়ে
শুকনো মাথায় দাও না তেল
তেলা মাথার সংখ্যা কমলে
জমেই উঠবে তখন খেল।


অন্য মাথায় তেল কেন দিই!
শুধুই স্বার্থ এর পিছনে
তেল চিপ চিপ মাথা খুঁজে থাকি
পেয়ে গেলে সেই মাথাটাই টানে।


তুষ্ট করার এই প্রবণতা
মানুষের মাঝে দেখাই তো যায়
এই প্রবণতা কীসের জন্য!
জানিনা বললে ভুল বলা হয়।


চুল থাকলেই মাথাতে তেল
দু-একজনকে দিয়ে দিলে বাদ
যুগের সাথে পাল্লা দিয়েই
লাগছে না তেল তেমন অবাধ।


আজকের দিন তোষামোদের
ঠিক সায় নেই এই কথাটায়
আগেও ছিল পরেও থাকবে
তোষামোদেই কাজ হয়ে যায়।


তেল চপ চপ মাথা যাঁদের
তাঁদের তেলের অভাব নেই
অর্থ তাঁদের হিসেববিহীন
আরও পাওয়ায় আপত্তি নেই।


যাঁদের কাছে তেলের অভাব
তাঁদের থাকেই শুকনো মাথা
যেটুকু তেল যোগাড় করে
অন্য মাথায় দিয়েই দাতা।


প্রয়োজন যদি না হয় পুরো
খুঁড়বে নাকি নিজের কবর!
প্রয়োজনের পথ খুঁজতেই
তেল তো দেবেই তেলের উপর।


যে দিক তাকাই, সেই দিকেই তো
তেল লাগানোর এমন ছবি
এমন ছবি দেখে দেখেই
লিখছে কবিতাও তো কবি।


তেল লাগানো নিজের ব্যাপার
সুযোগ বুঝে দিই লাগিয়ে
ধোঁকাও তো খাই অনেক সময়
কী আর করা, নিই মানিয়ে।


সুবীর সেনগুপ্ত