//অর্থের খোঁজ করতেই হবে//


সন্ধান করি অনেক অর্থ
অর্থ না পেয়ে পাই অনর্থ
এটা যেন এক পরিকল্পিত ফাঁদ
ভাঙ্গেনা তবুও শত ইচ্ছার বাঁধ।


খুব সাধারণ এই অন্বেষণ
যাতে ডুবে থাকে আমার এই মন
প্রতি জীবনের এই কী কেন্দ্রবিন্দু!
গড়তেই হবে একটি টাকার সিন্ধু।


ক্ষণ আসে, এসে চলে যায় ক্ষণ
ধরে যে রাখব, নেই তো সাধন
সময়ের সাথে সাথে সন্ধান দ্রুত
অন্তিমে ফল হয় না তো কাঙ্খিত।


অর্থের খোঁজে প্রত্যেক প্রাণ
খোঁজ পেয়ে গেলে আনন্দ তান
সেই তানে কোনো আশাই হয় না স্থায়ী
আবার জীবন সন্ধানে ধরাশায়ী।


বহু অর্থের সংখ্যাটা কত!
এই এক সংখ্যা রহস্যাবৃত
এই রহস্য উন্মোচনের নেই পথ
সংখ্যাটাই যে অস্থির এক মনোরথ।


টাকা খুঁজব না, এ কী হয় নাকি!
টাকা না খুঁজলে, আয় দেবে ফাঁকি
আয় না থাকলে, জীবন কী করে থাকবে!
আয় মানে টাকা, সন্ধান তার থাকবে।


সুবীর সেনগুপ্ত