//পণ প্রতিজ্ঞা অঙ্গীকার//


কম প্রতিজ্ঞা, কাজ বেশী করে
পণ কম কম কাজ শেষ করে
তাই সমুচিত নয় কী প্রতিটি জীবনে!
কিন্তু প্রতিটি জীবন নয় এক কারণে।


কেন প্রতিজ্ঞা করা হয়ে থাকে!
কারো অনুরোধ করতে কী ডাকে!
হাস্যকর এই প্রশ্নের মানে কী হবে!
যাই হোক, তাতে প্রতিজ্ঞা কী জড়াবে।


অযথা করে না কেউ প্রতিজ্ঞা
করে কী পালন করেই আজ্ঞা!
অহেতুক নয় প্রতিজ্ঞা সকলে মানবে
আজ্ঞাতে কেন প্রতিজ্ঞা কেউ করবে!


কিছু পেতে করে ফেলি এক পণ
যদিও দেয় না সায় তাতে মন
পূরণ করে কী ফেলি সেই পণ পরে!
এখন তো পাই, পর এর ভাবনা দূরে।


করতে হবেই, করি সঙ্কল্প
নয় সব কাজ, অল্প অল্প
কোনো সংকল্পে স্বার্থকতার দ্বার খোলে
অফসল হয়ে বহুবার অবসাদ দোলে।


সমস্যার হয়ে যাক সমাধান
প্রত্যেক মনে বাজে এই তান
এই যদি হয় পরিবেশ তবে সামনে পণ
পণ প্রতিজ্ঞা করে সমাধানে দিচ্ছি মন।


অকারণে পণ করে ভুল করি
ক্ষমা চাইবার এক মন গড়ি
ক্ষমা পেয়ে গেলে, করি আরও এক পণ
করব না আর অকারণে পণ আজীবন।


পণ করবই প্রয়োজন হলে
পণ ভাঙব না কোনো এক ছলে
এ কাজ তো নয় ভুল বলে চিত্রিত
তবে ভাঙা কোনো প্রতিজ্ঞা নয় আদৃত।


সুবীর সেনগুপ্ত