//পরাজয়ে জিৎ ভাবতে কী দোষ!//


হতে পারে জিৎ, হতে পারে হার
নাও হতে পারে কোনোটাই
অমীমাংসিত থেকে যেতে পারে
যে খেলা খেলছি সেইটাই।


হার জিৎ আর অমীমাংসিত
তিন রকমেরই ফল
তিনের ভিতরে এক নিতে হবে
এতে নেই কোনো ছল।


যে ক্ষণেই থাকি খেলে যাই খেলা
ক্ষণ না হারিয়ে প্রায় সব বেলা
একা একা খেলি, খেলি দলেবলে
শান্ত থেকেও খেলা ঠিক চলে।


কী প্রতিযোগীতা, প্রতিদ্বন্দ্বিতা
গঠন করেই চলেছি
টক্কর দিতে দিতে নেয়ে ঘেমে
বৃথা উল্লাসে মেতেছি।


পরাজয়ে জিৎ ভাবতে কী দোষ
ভেবেও দেখেছি আমি
সর্বদা জিৎ ভাবা গেলে পরে
প্রতিযোগী হবে দামী।


ভাবিয়ে তুলেছে জয় পরাজয়
সময় যাচ্ছে হারিয়ে
কার কাছে হার! কার কাছে জিৎ!
জীবন যে কোন বলয়ে!!!


সুবীর সেনগুপ্ত