চাই না আনতে পরিবর্তন
জানি পারব না আনতে
প্রতিটি মনই এত বিভিন্ন
চলবে আলাদা ধারাতে|


প্রতিটি জীবনে আছে এক গতি
আর সে গতি অনন্য
দ্রুত হোক, হোক কিংবা তা শ্লথ
সব গতি পরিপূর্ণ|


এক প্রাণে যে যে ভাবনার ধারা
আর এক প্রাণে তা অন্য
ভিন্ন হলেও সেই ভাবনাই
প্রতিটি মনের রত্ন|


ভাবনা আলাদা, শরীর তা নয়
গুণে গুণে সব অঙ্গ
তাই জাগে মনে হাজার প্রশ্ন
জবাব দেয় না সঙ্গ|


তুমিও দেখবে, দেখবো আমিও
অনেকের গতিবিধি
তুমি বা আমি কি ডুবব প্ৰভাবে
খুঁজবো কি সদগতি!


পরিবর্তন আসে ক্ষণে ক্ষণে
তোমার আমার ভিতরে
তাতে যায় না তো বদলে জীবন
সে একই ধারা অধরে|


যে করতে চায় পরিবর্তন
করতেও পারে সহজে
কোন প্ররণাকে লাগায় সে কাজে
করেই নিজের গরজে|


জন্মের থেকে জীবনের শুরু
সে জীবন থাকে অধীনে
যৌবন ছুঁয়ে ফেললেই আসে
পুরো স্বাধীনতা জীবনে|


স্বাধীন জীবনে শুরু আয় ব্যয়
সংখ্যার চাপে পৃষ্ট
ঘন ঘন পরিবর্তন এসে
জানিয়ে দেয় অদৃষ্ট|


সংখ্যার পাশে ভালবাসা এসে
নাড়া দেয় অনুভবে
নব জীবনের আসে আহবান
পরিবর্তন সৌরভে|


পরিবর্তন যেন সনাতন
খুলে দেবে আবরণ
এই কাজে দায়ী আর কেউ নয়
দায়ী নিজ নিজ মন|


তুমি না চাইলে পরিবর্তন
কি করেই হবে কীর্ত্তন!
তোমার জীবনে আমি অজুহাত
হতেই পারিনা দর্পণ|


অজুহাত কোনো কাজের হয় না
লাগেনাও কোনো সাজে
যা কিছুই আছে, আছে এই মনে
খোঁজোনা মনের খাঁজে|


অদল বদল হয় না বিরল
এ কাজে লাগে না দল
একবার হয়ে গেলে পরিণত
প্রবাহিত হবে জল|


পরিবর্তন এনে দেবে বেশী
আনবেও সব ভালো
বেশী, ভালো, ভরে নিয়ে ধারণায়
পারবে জ্বালাতে আলো!