//পরিণতি = ফল//


শুধু গাছে ফল, কী করে যে বলি
দেখতে তো পাই সব কাজে ফল
যদি কাজ হয় প্রয়োজনহীন!
সেখানেও ফল, নেই কোনো ছল।


ফল আছে তাই কাজ ধরে ফেলি
ফল থাকবে না, কাজ দূরে ঠেলি
ফলের আকর্ষণে ছুটে যাই
পছন্দসই কাজ খুঁজে চলি।


ফল এর বাগানে সব গাছে ফল
সবুজ হলুদ লাল নীল দল
এমন দৃশ্য দেখে মন খুশী
তাজা ফল খেয়ে শরীর সচল।


নীদ্রায় ফল, স্বপনেও ফল
নীদ্রাভঙ্গ হলেও তো ফল
বিনীদ্রাতেও রাত চলে যায়
অনাকাঙ্ক্ষিত এসে যায় ফল।


গাছে ফল হয়, বিধির বিধান
কাজে ফল, সে তো কর্মের দান
রকমারি স্বাদে ফল সুস্বাদু
কাজ থেকে ফল তৃপ্তি সমান।


ফল ফল ফল, চারিদিকে ফল
মাটি খুঁড়ে খুঁড়ে ফল হলো জল
আকাশের বুকে কেন উড়ে যাই!
সেই একই আশা, উপযোগী ফল।


সুবীর সেনগুপ্ত