//পরম্পরার কত প্রয়োজন!//


পরম্পরায় চলে আসছিল
সংশয়হীন জীবন
দ্রুত প্রগতির ফলে এলো বাধা
পরম্পরায় ভাঙ্গন।


পরম্পরা কি ছেড়ে দিতে হবে
প্রগতিকে ধরে রাখতে!
ঠিক সেরকম নয় সমীকরণ
কঠিন হয় না বুঝতে।


পরম্পরাতে পূর্বজ স্মৃতি
অনন্য অনুভূতি
ধারাবাহিকতা নিয়ে ইতিহাস
মানতে চায় না বিরতি।


স্মৃতিহীন হয়ে চলে কি জীবন!
চললেও নেই স্বস্তি
ঠিক সেরকম পরম্পরার
অভাবেও অস্বস্তি।


এই সমাজের শিকড় অতীত
উদ্ভাবনের শক্তি
কাল না থাকলে, আজ কি আসবে!
অকাট্য এই যুক্তি।


ঐতিহ্যকে রূপকথা করে
চলাই কি হবে রীতি!
ঐতিহ্যকে আপন করেই
চলা যথার্থ নীতি।


সুবীর সেনগুপ্ত