নেভা দীপ কেন জ্বালাতে চাইছো!
নেভার সময় হয়েছে, নিভেছে
জ্বালানোর হলে, জ্বালাও নতুন
নতুন আলোতে, দ্যাখো না কি আছে|
দীপ নিভে গেছে, কতই তো নেভে
নিভে যাবে আরও, কত কে জানে!
অনেক জ্বলবে, ভবিষ্যতেও
দৃষ্টি সেদিকে, থাকলেই, মানে|
দীপ কি শুধুই, জ্বলার জন্য!
নিভে তো যাবেই, সেটাই নিয়ম
দীপ নিভে গেলে, দুঃখ কিসের!
নতুন জ্বলবে, তাই অনুপম|
দীপ যদি শুধু, জ্বলতেই থাকে
পুরোনো হবেই, লাগবে কি ভালো!
নেভা নিয়ে কেন, এতো যে চিন্তা!
এই চিন্তাতে, কি পাও, তা বলো!
জ্বালাতে হবেই, দীপ এ জীবনে
জ্বালাবেই, আবালবৃদ্ধবনিতা
জ্বললেই আলো, সে আলো সবার
ছড়ানো আলোয়, সম্পূর্ণতা|
বিধাতা দিয়েছে, ব্যস এক দীপ
সে আলোয়, সব প্রাণ ঝিলমিল
তবুও তো জ্বলে, ঘরে ঘরে দীপ
সে দীপের  আলো, আনুক না মিল|