তুমি সুন্দর, তাই কি আকর্ষণ!
আকর্ষণকে, করছো কি বিতরণ!


বিতরণ নয়, খুব সাধারণ ঘটনা
সুন্দর হলো, প্রতিটি মনের কামনা|


সুন্দর দেখে, আমি হয়ে যাই মুগ্ধ
খুব সুন্দরে, বাক হয়ে যায় রুদ্ধ|


কে যে সুন্দর, বড়ই জটিল প্রশ্ন
এর উত্তর, তোমার আমার ভিন্ন|


তুমি সুন্দর, আরো সুন্দর কত
কিন্তু সবাই, নয়ত তোমার মতো|


সব সুন্দর, এক না হলেও সুন্দর
কি করে ব্যাখ্যা, করব যে আমি সুন্দর!


এই দৃষ্টিতে, তুমি সুন্দর নিশ্চিত
অন্য দৃষ্টি, দেখছেই কেন বিপরীত!


দুটো দৃষ্টির, সুন্দর দুই ধারাতে
বিশ্লেষণ কি, করা যাবে এক মতে!


সকলেই, হতে চায় সুন্দর ভুবনে
এই বাসনাতে, মনটা ভাটা বা উজানে|


কে যে জন্মাবে, সকলের চোখে সুন্দর!
অজানা তথ্য, পায় না তো সমাদর|


ভালোবাসা দিতে, খোঁজে সুন্দর সকলে
কুৎসিত কেন, হবে বঞ্চিত সদলে!


মনগুলো সব, নিজস্বতায় দেখছে
কুৎসিতও পায় ভালোবাসা, কেউ ভাবছে|


শুধু সুন্দর, আকর্ষণের সাথী নয়
এর অন্যথা, বেশী না হলেও, কিছু হয়|


হতেই পারে না, সুন্দর চিরসুন্দর
গুণ সমাবেশে, সব রূপ চিরসুন্দর|