বাতাসে ছিল না আলোর চিন্হ
সে বাতাস আমি ভরেছি শরীরে
আলোয় ভরেছে আমার জীবন
চলছি তো আমি এই প্রাণ ধরে |


যে বাতাস আছে আলো দিয়ে ভরা
তাও আছে এই শ্বাস প্রশ্বাসে
গতানুগতিক জীবনের ধারা
আলোই আমার দৃঢ় বিশ্বাসে |


কি কারণে বাঁচা ভাবিনা কখনো
বাঁচিয়ে রেখেছে অভিনব প্রাণ
শুধু খুঁজে যাই আলোর ঠিকানা
যে আলোতে কালো প্রাণের সমান|


আলোই আমার জীবনের ধন
তারই সাধনায় চলছে জীবন
পেয়েই যাচ্ছি আলো প্রতি পদে
যেমনই আসছে, করছি বরন|


এ আলোয় আমি হাসি আর কাঁদি
অনঘ এ মন হয় না তো বাদী
জীবনটাই যে খুব সামান্য
এই আলোতেই হয়েছি বনেদী|


আজ মনে হয় জানতে পেরেছি
সেই অভীপ্সিত আলোর ঠিকানা
এখন জীবন নয় অবিমৃষ্য
আলোই জোগায় জীবনে প্রেরণা|


অভিভূত আমি এ জীবন পেয়ে
জানি হবেনাও স্থায়ী অভিযান
প্রত্যেক ক্ষনে যে আলোর ছোঁয়া
তাই জীবনের আসল প্রমাণ|