কিছু নেই, তবু আছে সব কিছু      
এ কথা লিখছি, পাগল ভেব না                  
এ লেখার আছে, নিশ্চয়ই মানে            
ব্যাস বেশী নয়, একটু ভাবো না|    


'সব' কথাটার, মানে কি বলবে!
এখানেই হয়, বড় গোলমাল
'সব' কথাটার, মানে যে বুঝি না
'সব' ভাবলেই, কেটে যায় তাল|


সবাই তো বলে, সব কিছু চাই
কি করে রাখবে, সব কিছু পেলে
'সব' নিয়ে, এসে যাবে সমস্যা
আমার ভাবনা, এটাই তো বলে|


এমন ভাবনা, হয় তাই ভাবি
দেখিনা, একটু অন্য ভেবেই
সব কথাতেই, 'সব' 'সব' বলা
কেন হয়, সেটা জানতেই চাই |


আমি মানব না, যে যাই বলুক
সব পেতে হবে, আমার জীবনে
যে যা পেতে চায়, করুক চেষ্টা
আর পেয়ে যাক, থাক খুশী মনে|


আমার জীবনে, 'সব', মানে হলো
কিছু প্রয়োজন অপরিহার্য
তাই পেলেই তো, সব পেয়ে যাই
থাকে না তো আর, কিছু বিচার্য |