না আমি পেরেছি তোমাকে শেখাতে
না তুমি পেরেছো আমাকে মানতে
মন ভরে শুধু কেন আর কেন
সঠিক জবাব পারিনি জানতে|


আমাদের মন ভিন্ন ধারাতে
হয়েও কিন্তু আছি একসাথে
চার যুগ পার করেও ফেলেছি
ভিন্ন ধারাকে পারিনি ছাড়তে|


আমি অসফল তোমাকে শেখাতে
তুমিও সফল হওনি শিখতে
অসফলতায় দুজনের মিল
এই মিল নিয়ে ভাসছি ভেলাতে|


সময় কেটেছে সাথে নিভৃতে
দুজনে সজাগ নিয়ম বাঁচাতে
এই প্রকরণে গড়েছে সমাজ
প্রকরণ মেনে চলছি ধরাতে|


স্বাধীন ইচ্ছা রেখেছি তো সাথে
তুমিও রেখেছো, ভুল নেই তাতে
কিছু ইচ্ছাকে করেছি দমন
করতে হয়েছে শান্তি বাঁচাতে|


ছিলনা কি আশা আমাদের পাতে!
স্বপ্নে দুজন ভেসেছি অতীতে
এ সব লিখেছি ত্যাগের খাতায়
সবার ধারণা আমরা সুখেতে|


অনেক পেয়েছি উপলব্ধিতে
এই পুঁজি নিয়ে চাইছি খেলতে
যোগ ও বিয়োগ, গুণ ভাগ করে
নিরাপদে শেষ চাইছি আনতে|