বারোটা প্রশ্ন তেরটা জবাব
কেন যে নালিশ কিসের অভাব!
একটা জবাব বেশী হয়ে গেছে
নালিশ করা কি তোমার স্বভাব!


তেরটা না হয়ে এগারোটা হলে
নালিশ কি হয়ে যেতই বন্ধ!
বেশী হত তাতে সন্দেহ নেই
আর বেশীতেই কাটত ছন্দ|


প্রশ্ন এবং জবাব সংখ্যা
হতে কি হবেই সমান সমান!
এমন ভাবা কি বোকার ভাবনা
আমার ভাবনা তরল প্রমান|


এক প্রশ্নের অনেক জবাব
হতেই তো পারে, এটা মনে হয়
আবার কখনো মনে হয় যেন
অনেক জবাব ভুলেই গড়ায়|


প্রশ্ন উঠলে উঠবে তর্ক
জবাব আসলে তর্ক বৃদ্ধি
কম আর বেশী যেটাই হোক না
তর্ক থাকবে প্রায় শেষ অবধি|


প্রতি ক্ষনে আছে প্রশ্ন জড়িয়ে
প্রশ্ন গড়তে লাগে না কারণ
একবার গড়ে উঠলে পরেই
জবাব আসতে থাকেই তখন|


প্রশ্ন হলেই জবাব লাইনে
একটার পর একটা আসবে
একটা জবাবে প্রশ্নের শেষ
হলেই এ মন চমকে উঠবে|