একটি শব্দ, আর তার প্রতিশব্দ…
জুড়ে জুড়ে গড়ে উঠছে কবিতা
লিখতে করছে বাধ্য|
একটি কবিতা শুধু শব্দের ভান্ডার…
শব্দগুলোকে সাজিয়ে গুছিয়ে
লিখে যায় কবি বারবার |
অনেক কবিতা, অনেক রকম সাজ…
সেই সাজানোয় ব্যস্ত থাকাই
কবির একটা কাজ |
কবি লিখে যায়, যা তার মনের ভাব…
সেই ভাবগুলো শব্দে ফোটায়
এটাই তার স্বভাব |
ভাব দিয়ে ভরা সব মানুষের মন…
সবাই প্রকাশ করেনা সে ভাব
হয়না উদ্ভাসন |
ভাবের স্ফুটন কবির একটা ধর্ম…
এতে দম্ভের  নেই কোনো স্থান
হয়না এটাও বর্ম |
কবি শুধু চায় শব্দ ও যথাশব্দ…
এগুলো নিয়েই খেলতে খেলতে…
করে শব্দকে জব্দ |
একটা শব্দ সূচনাতে তুলে নেয়…
অনেক শব্দ আসে তারপর
শোভা পায় কবিতায় |