হাত ধরেছিলে, ভুলে গ্যাছো নাকি!
ভুললেই বা কি, পুরোনো ঘটনা...
সেই প্রসঙ্গ কেন যে আনছি
বোধহয় আমার মনের বেদনা|


চেয়েছিলে, তাই ধরেছিলে হাত
ধরে দিয়েছিলে আচানক খুশী...
খুশী গড়েছিল নতুন ঠিকানা
উভয়ের ছিল উচ্ছাস রাশি|


উচ্ছলতায় কেটে গেছে দিন
অভাব হয়নি, তা তো বলব না...
চেষ্টা করেছি ধরে রাখতেই
আনন্দ তান, তও তো ঘটনা|


কতদিন সাথে ছিলাম আমরা!
কত প্রতিজ্ঞা হয়েছিল সাথে!
সে সব কি ছিল এলেবেলে খেলা!
তাই মনে করে ভুল কি এ রাতে!


সেদিন যে চাওয়া এক হয়েছিল
আজ সে চাওয়ায় ধরেছে ভাঙ্গন...
আজকের চাওয়া মিলছে না কেন!
এ কি আমাদের ভুল ভরা মন!


ভুল মানুষের শিরায় শিরায়
ভুলকে ভুলতে কেন সংশয়!...
স্মৃতিতে থাকুক রমণীয় ক্ষণ
অস্থায়ী জীবনের আঙিনায়|


সেদিন তো ছিলে নির্মল ক্ষনে
তাতেই করোনা আজ বিচরণ...
ভুল ভুলে যাবে খুব সহজেই
ভাগ করে নেব বেদনার ক্ষণ|


সংকোচ কেন আসছেই মনে!
আবার ধরোনা দুহাত জড়িয়ে...
নেই কি তোমার এই অধিকার!
দাও না আমার হৃদয় ভরিয়ে|