সাধ এর সাধনা করেই দ্যাখোনা
ভালোবাসা এতটুকু হারাবে না...
সাধনাতে যেন থাকে সত্যতা
হারিয়ে গেলেও দুঃখ পাবে না|


জীবন যে নয় আয়াসসাধ্য
এতে সম্মত হওয়া কি কষ্ট!
সে তো নয়, তবে চিন্তা কোথায়!
সাধনা দিয়েই বাজাও বাদ্য|


জটীল জীবনে সাধারণ কাজ
সবার মনেই করছে বিরাজ...
সাধনা লাগে না এই সব কাজে
সাধনা সেখানে যেখানে মেজাজ|


ভালোবাসা এক কাজ হবে নাকি!
হোক বা না হোক, নয় তো জোনাকি...
ধরে রাখতেই হবে ভালোবাসা
ভালবাসাই তো জীবন, নয় কি!


এই যে সাধনা, এটা বুঝে নাও
এতে মোক্ষের কোনো স্থান নেই...
সাধারণ এই জীবন চালাতে
অতি উত্তম এই সাধনাই|


সাধ তো অনেক, সবার জীবনে
ভাগ করে নেওয়া প্রয়োজন সাধ...
আমার যে মন তাতে প্রকৃষ্ট
শুধু ভালোবাসা, আর সব বাদ|


একটাই সাধ এনে দিতে পারে
অনুপ্রেরণা আর উৎসাহ...
উদ্দীপনায় জাগবে জীবন
সব কাজে এসে যাবে আগ্রহ|


মান সন্মান দান ও পুন্য
এ সবের আছে একটাই মানে...
শুধু ভালোবাসা ভিন্ন অর্থে
হয় অনন্য প্রত্যেক প্রাণে|


কত আর পাবে অর্থ জড়িয়ে
খুশী, উল্লাস, আনন্দ, সুখ!
আন্তরিক এক ভালোবাসা হলে
জীবন হবেনা কখনো বিমুখ|