ভালবাসা আছে সুক্ষ আদরে
শঙ্খধ্বনি, আজানের স্বরে|
ভালবাসা দূরে, ভালবাসা কাছে
ভালবাসা নাচে আনাচে কানাচে|
ভালবাসা তানে, ভালবাসা গানে
ভালবাসা প্রতি মানুষের প্রাণে|
ছড়ানো সুনীল আকাশের নীড়ে
ভালবাসা আছে বাদলের ভীড়ে|
প্রকৃতির কোলে ভালবাসা দোলে
পবনের মাঝে হাসি মুখ খোলে|
ফুটে ওঠে ভালবাসা চোখে মুখে
এক রঙে, সেটা লাল টুকটুকে|
দুলে দুলে ওঠে সর্ব আকারে
ভাসতে চায় না অকুল পাথারে|
ভালবাসা ঘোরে ট্রেন আর বাসে
দিন সপ্তাহে, আর বারো মাসে|
শব্দ না করে, ভালবাসা ডাকে
দালানে, কুটীরে, বিরহে বিপাকে|
ভালবাসা আছে কথার যতনে
আড়ম্বর আর, খুব অনটনে|
ভালবাসা আছে, অবোধের বোধে
আছে পরিণত মানুষের ক্রোধে|
ভালবাসা ধ্যানে, অন্ধের প্রাণে
গড়ে অনুভূতি, মুদিত নয়নে|
ভালবাসা যেতে চায় অভিসারে
শত সমস্যা, রেখে দিয়ে দূরে|
এলোকেশে, ভালবাসা তৃপ্তিতে
গভীর চেতনা জুড়ে ওঠে মেতে|
এ জীবনে সব খেলা ভালবাসা
এর অভাবেই খুশী ভাসা ভাসা|
কি সাফল্য, আর কি যে নয়
ভালবাসা দূরে রাখে পরাজয়|
ক্ষতি নেই কিছু নাও যদি পাই
হেলব দুলব ভালোবাসাতেই|