করে পথরোধ, কথা গেছে বোধ!
সবাই অবোধ, কখনই নয়
করো প্রতিরোধ, দূর করো ক্রোধ
ঘোচাও বিরোধ, তবে হবে জয়|

যাচ কল্যাণ, কিছু করো দান
সততায় মান, হাসো অনাবিল
গুনগুন তান, পুলকিত জান
কোরোনাকো ভান, রাখো ধরে মিল|

প্রসারিত মন, ক্ষমা বিকশন
গড় প্রশমন, অচপল ধীর
সব নয় ধন, নীরোগ জীবন
বিধির স্মরণ, তপোবন নীড়|

অবারিত দ্বার, সরল আচার
ফুলের বাহার, বাজে মনে বীণ
দুঃখের ভার, হয়না অসার
সুখের পাহাড়, নয় প্রতিদিন|

শোক বিনিময়, বিরহ কমায়
অভয় বাড়ায়,নিরাশার হ্রাস
রাগ, জেদ, ভয়, আনে পরাজয়
বিষয় আশয়, সব করে গ্রাস|

একশত নয়, একেতেই হয়
জয় পরাজয়, যদি থাকে বল
সচেতনায়, স্ব্দভাবনায়
সহনীয়তায়, সদাই সফল|

আশা রাখ মনে, মনের গহনে
প্রতি ক্ষনে ক্ষনে, কাজে দাও ভার
স্বপ্নে শয়নে, কুসুম কাননে
তাঁহার স্মরণে, পূরিত আধার|