//পথ মানুষের সাথী//


কেউ কোনো পথ কিনতে পারেনি
পারেনি দখল নিতে
যত পথ, সব সর্বজনীন
সবাই হাঁটছে পথে।


হাঁটাহাঁটি করি ভূমির উপর
একবার বহুবার
যেখানেই হাঁটি, গড়ে ওঠে পথ
সেই পথ সব্বার।


গড়ে ওঠে পথ, শপথ তো নয়
তাই পথ নয় স্থায়ী
যে পথ গড়েছে, হারিয়েও যায়
নব পথ অনুযায়ী।


অগ্রগতি আর পরিবর্তন
মানুষের কামনায়
এখানেই আছে পথের ভূমিকা
পথ ঠিক ঠিক সংজ্ঞায়।


আছে রাজপথ, বহু রেলপথ
নেই কী আকাশ পথ!
জলপথও আছে ভূমির বক্ষে
পথ, চারিদিকে পথ।


পথ সাধারণ, পথ অসাধারণ
পথ রকমারি, ভিন্ন
পথ নিয়ে যায় দূর থেকে দূরে
তাই তো পথ অনন্য।


অবকাঠামোর জরুরী অংশ
সুদীর্ঘ বহু পথ
পথ আমাদের নিত্য সঙ্গী
জনতার এই মত।


সুবীর সেনগুপ্ত