//প্রাণ বেঁচে আছে প্রকৃতির দানে//


যে ধারা শান্ত, বহে যাক ধীরে ধীরে
দ্রুত করবার প্রয়াস কেন যে শিরে!


দ্রুততার সাথে যে ধারা চলেছে বহে
দ্রুত বহে বহে ধারাও যাবে না ক্ষয়ে।


যে ধারা গিয়েছে শুকিয়ে নিজে নিজেই
পুনরুজ্জীবিত করার চেষ্টা ব্যর্থই।


প্রাকৃতিক ধারা থাকবে নিয়মে প্রকৃতির
যথার্থ কারণে নিয়ম হবেনা অস্থির।


ভূবন গড়েছে, কী ভাবে গড়েছে, কে জানে!
যখন গড়েছে, গড়েছে প্রকৃতি, মন মানে।


ভূবন গড়ার সাথে সাথে প্রাণ গড়েনি
এই ধারণার প্রমাণ আমরা পাইনি।


এ ব্যাপারে শুধু অনুমান আর অনুমান
অনুমান ভুল, তবুও থামেনি সন্ধান।


শুধুই আমার অনুমান নয় ভূবনে
গবেষণা চলে, তারপর সব অনুমানে।


হাজার হাজার বছরে যা জানা যায়নি
আগে কী জানব! বিশ্বাস মনে জাগেনি।


বলতে চাইনি, কি করে বাড়াব জ্ঞান
বোঝাতে চেয়েছি শুধু প্রকৃতির সন্মান।


যদি জেনে যাই প্রকৃতি গড়ার প্রকরণ
এই জ্ঞান হবে নিশ্চয়ই গর্বের ধন।


জ্ঞান বৃদ্ধি কী গর্ব করার বিষয় হয়!
কখনো হয় না, সেটাই আমার মনে হয়।


জ্ঞান বাড়লে কী প্রকৃতির ক্ষতি করা যায়!
এখানেও সেই একই জবাব, নয় নয়।


কারো কামনায় থাকতে পারে না ক্ষতি
প্রকৃতির ক্ষতি কেন যে পায় না বিরতি!


সাময়িক সুখ সাময়িক লাভে মানুষ
অন্যের ক্ষতি নিয়ে নেই কোনো হুঁশ।


মানুষের চোখ কেবলই খোঁজে সুযোগ
এ কী যৌক্তিক, নাকি বলবই রোগ!


ছোট অনুভব থেকে বড় অনুভূতি
হতে পারে, যদি মনে যৌক্তিক নীতি।


শুধু কী অঙ্গ বাঁচার সাধন জীবনে!
প্রাণ বেঁচে আছে নিশ্চিত প্রকৃতির দানে।


প্রকৃতি বাঁচুক নিয়ে স্বাধীনতা ভূবনে
মানুষ রাখুক নিজ স্বাধীনতা স্মরণে।


প্রকৃতির রূপ বদলালে বদলাক
তাতে মানুষের ভূমিকা রুদ্ধ হয়ে যাক।


সুবীর সেনগুপ্ত