//প্রেমের একটি ফুল//


প্রেমের একটা ফুল ফোটানোর চেষ্টা
ফুল ফুটে গেলে হয়ত মিটবে তেষ্টা
হয়ত বলছি, নিশ্চয়ই আছে কারণ
কারণ, ফুল যে শুকিয়েও যায় শেষটা।


প্রেমের ফুল কী ফোটাতেই হবে নাকি!
সেরকম কোনো বাধকতা নেই, জানি
তবে মনে মনে লোক এই ফুল চায়
হয়ত করেনা ইচ্ছার কানাকানি।


আমরা সবাই প্রেমিক এবং প্রেমিকা
হওয়ার কামনা সবার কী খুব প্রবল!
সবার হোক বা না-হোক, তাতে কি!
ভালবাসা নিয়ে কারো মনে নেই ছল।


প্রেম কী প্রথমে, তারপরে ভালবাসা!
এমন ভাবনা নয় আমার প্রত্যাশা
প্রেমহীন ভালবাসা হলে কী যে ক্ষতি!
ক্ষতি নেই, তার প্রমাণে ভূবন ঠাসা।


একটি ফুল কী ভালবাসাতেও ফোটে!
ভালবাসা পেলে, এই মনটাই ছোটে
আসলে যা চাই, সেটা কি একটি ফুল!
সেটা ভালবাসা, কটা ভাগ্যেই জোটে!


স্নেহ অনুরাগ আকর্ষণ ও মমতা
এই সবগুলো একটি দলেই গাঁথা
প্রেম ভালবাসা একটি ভিন্ন দলে
এই দুটোই তো দেয় অন্তরে ব্যাথা।


প্রেমিক প্রেমিকা সমাজের বুকে কাম্য
সমাজে মানুষ, ভালবাসা তারই ধর্ম
ভালবাসাই যে জীবনে চলার প্রেরণা
প্রেরণার ফল স্বরূপই তো হয় কর্ম।


প্রেম ভালবাসা অতি প্রয়োজন জীবনে
যেমন আহার চাই সব্বার প্রতিদিনে
সাথে প্রয়োজন একটু হলেও কল্পনা
পায়ে পায়ে এই জীবন এগোবে স্মরণে।


সুবীর সেনগুপ্ত