//প্রকৃত জ্ঞানেই স্থিতি//

জানতে চাইলে, তুমি
পারবেই জানতে
সময় দিতেই হবে
এটা হবে মানতে।

চেষ্টা করেও যদি
জানতে না পারলে
তখন নালিশ নেই
হবেনা, তা জানলে।

জানতে চাইবে কেন
কারণ না থাকলে!
তবুও জানতে পারো
কুতুহল জাগলে।

জানার যে শেষ নেই
কী কী তুমি জানবে!
জানবেই সেইগুলো
যা যা কাজে লাগবে।

জ্ঞান বাড়লেই ভালো
জ্ঞান সাথে থাকবে
জীবনে চলার পথে
সহায়তা করবে।

কিছু জ্ঞান দরকারী
দূরে ঠেলা যাবে না
নিশ্চিত জানা চাই
সংশয়ে বেঁধো না।

না জেনে দিওনা শুধু
অজ্ঞানে বাহানা
ভুগতে তোমাকে হবে
শুনবেও গঞ্জনা।

জানার সুযোগ এলে
জেনে নেওয়া মঙ্গল
কে জানে কখন হয়
কোন জ্ঞান সম্বল!

জানতে হবেই হবে
তোমাকে ও আমাকে
বিষয় না মিললেও
জানা হবে ঝাঁকে ঝাঁকে।

স্থিতি আনা প্রয়োজন
যে যার নিজের প্রাণে
আর সেটা সম্ভব
জড়িয়ে জ্ঞান পরানে।

সুবীর সেনগুপ্ত