//প্রশ্ন চিরন্তন//


প্রশ্ন করলে, জবাব আসবে
কে দেবে জবাব, পরে জানা যাবে
জবাব শুনে কী ভুলে যেতে হবে!
এটা কীরকম প্রশ্ন, বলবে!


জিজ্ঞাসা করি জানার তরেই
জানতে পারলে, তা যায় জ্ঞানেই
জ্ঞানে না জুড়লে, হারিয়ে যাবেই
সময় খারাপ কেন করা ভাই!


জানার ইচ্ছা, কি করে জানব!
উপায় অনেক, তা নিয়ে ভাবব
তার থেকে একটাকে বেছে নেব
জানতে জানতে তাতেই ডুবব।


সাঁতার শিখি কি ডুবে গিয়ে জলে!
না শিখি রান্না ঢুকেই হেঁশেলে
জ্ঞানও আসে না উপায়ে ডুবলে
মনোযোগ যদি ছাড়া ছাড়া দলে।


জ্ঞান বাড়াবার সহজ উপায়
জিজ্ঞাসা করে জেনে নেওয়া যায়
সহজ উপায় কম স্থায়ী হয়
কষ্ট করেই শিখলে তা রয়।


শেখা নিয়ে এত কথা যে কীসের!
কে আর শিখবে! শেখা মানুষের
অন্য প্রাণ কী কিছুই শেখে না!
কী শেখে, আমরা বুঝতে পারিনা।


আর কোনো প্রাণ জিজ্ঞাসা কী করে!
কে দেবে জবাব ধরার উপরে!
তাদের আওয়াজ শুনতে তো পাই
আওয়াজ শুধুই শব্দের ঘরে।


কেবল মানুষই জিজ্ঞাসা করে
জ্ঞানের কৌতূহল মানুষের
বিধাতার এই পক্ষপাত কী
প্রতিবাদ হয় অন্য প্রাণের!


জানা শুরু হয়, চলতেই থাকে
জানতে অনীহা, তাও কিছু জানি
এই প্রক্রিয়া সদাই সচল
অদ্ভুত এই প্রক্রিয়া, মানি।


থামতে পারে না কখনো প্রশ্ন
অভাব হয়ত জবাবের থাকে
যতই হোক-না অভাব সংখ্যা
প্রশ্ন থাকবে,  যাবেনাও ঢেকে।


সুবীর সেনগুপ্ত