//প্রথম দ্বিতীয়...অন্তিম//

না হতে চেয়েছি সর্বপ্রথম
হতেও চাইনি দ্বিতীয়
একটি স্থান তো পেয়ে গেছি আমি
এতে নেই সন্দেহ।

চাইনি জীবন হোক সুবিদিত
চেয়েছি চলুক জীবন
আমার আশায় শুধুই রয়েছে
সুস্থ জীবন সাধারণ।

খুশী আনন্দ দিয়ে ভরিয়েছি
প্রতিদিন প্রতি পল
কোথা থেকে আর কী ভাবে এসেছে
ভাবনায় নই চঞ্চল।

প্রথম দ্বিতীয় হয়ে গেছে যাঁরা
তাঁরা কি হয়েছে ভিন্ন!
কেউ যদি বলে হয়েছে ভিন্ন
আসবে প্রশ্ন চিন্হ।

কেউ না কেউ তো হবেই প্রথম
কেউ অন্তিম স্থানে
মূল ধারাতেই উভয়ে বাঁচবে
তফাৎ নিজের মনে।

প্রতিযোগিতার যে মূল্য বোধ
সেখানে তুচ্ছ গর্ব
প্রতিযোগিতায় ভাগ মূল মন্ত্র
নইলে মূল্য খর্ব।

কেতাবি লড়াই হতেই পারেনা
জীবনের মাপকাঠি
সামাজিক মানদণ্ডের তরে
সততাই হলো খাঁটি।

সুবীর সেনগুপ্ত