//প্রতিজ্ঞার বিকল্প সততা//


কত প্রতিজ্ঞা করা প্রয়োজন জীবনে!
আমার জবাব হবে একটাও নয়
জানতে চাওনা এই জবাবের কারণ!
জেদ এর থেকেই প্রতিজ্ঞা এসে যায়।


করব করব, এ কাজ আমি করবই
এমন একটি জেদ এসে যায় মনে
কেন আসবে না! সেটাই হবে প্রশ্ন
নিজস্ব মন স্বাধীন-চেতার গমনে।


জেদ এর বশেই করে ফেলি এক কাজ
না করলেও কী কারো কিছু এসে যেত!
কেউ জানত তাহলে এ কাজের কোনো তথ্য
পরিণামে শুধু আমারই চেতনা জড়াতো।


সাহায্য-হাত বাড়াবার কথা কখনো
বলেও দিলাম সাহায্য-হাত বাড়াবো
পরিস্থিতির বদলে তা করা গেল না
ভেঙে গেল নাকি প্রতিজ্ঞার এক ছাদ!


যদি করে ফেলি সত্যিই এক প্রতিজ্ঞা
নিখাদ প্রয়াস করে যদি হই অসফল
বলবে কি আমি করে ফেললাম ভুল!
মানবই কেন এই ভুল আমার ছল!


'করে দেবো', এ তো বলতেই পারি
কারণ ইচ্ছা আজ করে দেওয়ার
কাল কী রকম ইচ্ছা থাকবে, কে জানে!
দেওয়ার বদলে হয়ে যেতে পারে নেওয়ার।


যা কিছুই বলা, সততার সাথে বলা
প্রতিজ্ঞা করে কেন খাওয়া কানমলা!
ঠকাবার কোনো ইচ্ছাই যদি না থাকে
বলা হবে পণ, তাই নিয়ে পথ চলা।


তুমি বিশ্বাসী, যখন জেনেছে লোক
তোমার কথাই বেদ-বাক্যের চোখ
পণ প্রতিজ্ঞা সবই অপ্রয়োজনীয়
সৎ বিশ্বাসে আলোকিত ভ্যুলোক।


সুবীর সেনগুপ্ত