//প্রয়োজন বুঝে করা চিকিৎসা//


করি বা না করি আজ চিকিৎসা
সেটা পুরোপুরি আমারই ইচ্ছা
মন বলছে না করো চিকিৎসা
তুমিই প্রকাশ করছ ইচ্ছা।


এমন ইচ্ছা কেন যে তোমার!
প্রকৃত কারণ কী যে ইচ্ছার!
ঢুকতে কি পারো আমার শরীরে!
পারো না, তবুও ইচ্ছাতে ধার


চিকিৎসা নয় স্থায়ী সমাধান
তাও তুলছি না সন্দেহ তান
ব্যথা দূর করে, মানছেও লোক
এই মান্যতা হয়েছে প্রমাণ।


চিকিৎসা যদি হতো অব্যর্থ
কোনো বিরোধ কি সামনে আসত!
নয় অব্যর্থ, জানি আর মানি
তবুও তো আছে এর এক অর্থ।


এক থেকে বেশী দুটো মাথা কার!
যতই চওড়া হোক তার ঘাড়
প্রতিটি লোকের চাই চিকিৎসা
প্রশ্ন এসেই যায় বারবার।


চিকিৎসা, সে তো করতেই হবে
কখন, কোথায়, আর সেটা কবে!
জানান দেবেই সবার শরীর
মনের উপর চাপ এসে যাবে।


কথায় কথায় করা চিকিৎসা
প্রয়োজন হলে এরকম দিশা
মনে হয়, হয়ে যাচ্ছেই ভুল
কী করে ভাঙব কারো এই আশা!


সাহায্য চাই, চাই সহায়তা
আসলে সময় নিতে চিকিৎসা
নিজের শরীর নিজেকে জানাবে
অন্য কথায় নয় চিকিৎসা।


গাড়ী থাকলেই, হবে মেরামত
বিনা কারণে কি মিস্ত্রীকে ডাকি!
চিকিৎসাও তো ঠিক সেরকম
প্রয়োজন-টাকে কেন দেবো ফাঁকি!


সুবীর সেনগুপ্ত