তোমার কাছে, রাগ চাইছি
আমার, বড়ই রাগের অভাব
কথাও দিচ্ছি, ফিরিয়েও দেব
ফিরিয়ে দেওয়াই, আমার স্বভাব|

তোমার কাছে চাইছি, কারণ
তোমার অনেক আছে, জানি
একটু দিলে, কমবে না তো
দাও-না কেবল, একটুখানি|

রাগ কি জিনিস, জানার ইচ্ছে
একটু চেখে, দেখতে যে চাই
যে লাভ আসবে, রাগের থেকে
সে লাভ পেতে, ইচ্ছে জাগেই|

কেনই তোমার, এত দ্বিধা!
দিলেই বাড়ে, জানা কি নেই!
অল্প একটু, দাও-না দিয়ে
দান দিলে তো, পুণ্য হবেই|

এমনি যদি, না দিতে চাও
অল্প কিছু, ধার দিয়ে দাও
ফেরত দেব, সুদের সাথে
এটা প্রতিজ্ঞা, জেনেও তো নাও|

তাও দেবে না. এ নয় তো ঠিক
জিজ্ঞাসা করি, কারণটা কি!
তুমি, কারণ বলতে চাও না
চেয়েই কি ভুল, করছি আমি!

চাইছি আমি, রাগই শুধু
গাড়ী, বাড়ী, অর্থ তো নয়
দিলে, গরীব হবে না তো
গরীব হওয়ার, প্রশ্ন কোথায়!

একটু কেবল, রাগই দেবে
দিলে তোমার, ভালোই হবে
রাগটা কমলে, কি অস্বস্তি!
কমাতে চাও, তাই তো হবে|

স্পষ্ট কথায়, এবার বলি
রাগ চাওয়াটা, দোহাই ছিল
লাগাম দিতে, তোমার কাজে
নাটক করতে হয়েছিল|

রাগ কমানোর, চেষ্টা করবে
এই আশাতেই, থামছি আমি
রাগকে দূরে, ঠেলেই রাখো
জীবন হবে, সহজগামী|

রাগ থেকে দূরে