//রাগ তো প্রাণের অংশ//


রাগ না থাকলে
কী করে কাটবে দাগ!
তবে কী ভাবব
প্রয়োজন আছে রাগ!


দাগ না কাটলে
কোন অসুবিধা ঘিরবে!
দাগের অভাবে
প্রতিবাদ ভেঙে পড়বে।


রাগ অনুরাগ
দুটোই লাগবে জীবনে
চাই বাস্তবে
না-থাকুক শুধু স্বপনে।


ঘন ঘন রাগ
ঘন ঘন দাগ কাটবে
এত এত দাগ!
জীবন অনর্থে ডুববে।


ছোট ছোট রাগ
যোগায় প্রেরণা শিখতে
ছোট রাগ ভাঙে
ঢোকার আগেই স্মৃতিতে।


কারণের রাগ
সহজে গ্রহণযোগ্য
রাগ অকারণে
কলহের উপযোগ্য।


অলসের রাগ
মানবে না কোনো মন
অপমানে রাগ
ঘটাতেই পারে অঘটন।


রাগ বিনিময়
হলে দুরুত্ব কমে যায়
রাগ অনুরাগে
সহজেই পরিণত হয়।


রাগ থাকবে না
এ যেন সাগরে জল নেই
কম বেশী রাগ
মানুষের মনে উঠবেই।


রাগ তো হবেই
এতে ভুল নেই একদম
রাগ হয়ে গেলে
ভেঙে ফেলে তারপরে দম।


রাগ অভিমান
প্রতিটি প্রাণের অংশ
রাগের অভাবে
বড় খুশী হবে ধ্বংস।


সুবীর সেনগুপ্ত