//রাজা ও প্রজার খেলা আজ অতীত//


আর জ্বলবে না সন্ধ্যা প্রদীপ
এই বংশের কেউ নেই বেঁচে
প্রাসাদ যে আজ এক পোড়ো বাড়ী
আবর্জনার স্তুপ হয়ে গেছে।


রাজাদের বাড়ী, তাই তো প্রাসাদ
লোকজন পেত প্রাসাদের স্বাদ
খানসামা দারোয়ান দাস দাসী
উচ্ছ্বলতায় থাকত প্রাসাদ।


এক রাজা ছিল এক রাজত্বে
রাজত্ব ছিল এক সীমানায়
হাজার হাজার ছিল রাজত্ব
ভারতবর্ষের কোণায় কোণায়।


রাজা হয়ে গেছে নিশ্চিহ্ন ভারতে
এই শব্দের ব্যবহার সাহিত্যে
গল্প কবিতা কত উপন্যাস
পড়তেই হবে রাজাকে খুঁজতে।


রাজা নেই, নেই রানী রাজকন্যা
স্বভাবতঃ নেই কোনো রাজপুত্র
কিন্তু রয়ে তো গেছেই প্রাসাদ
বেশী ভাঙাচোরা, দু-একটা বাদ।


অনেক প্রজন্ম পার হয়ে গেছে
জ্ঞাতিবর্গের কেউ কেউ বেঁচে
আমাদের মতো তাঁরা সাধারণ
তাঁদের ভাবনা ইতিহাসে নাচে।


রাজা ও প্রজার খেলা আজ অতীত
ধ্বংসাবশেষ প্রাসাদ আজ চিন্হ
বিবর্তনের ধারাতে ভাবনা
ভূবনপৃষ্ঠ কত রূপেই ভিন্ন।


সুবীর সেনগুপ্ত