//রাখতেই হবে সবুজ সতেজ মন//


রাখলেই মন সতেজ সবুজ
চাইবে না হতে মনও অবুঝ
থাকবেও মন পুরোপুরি বাস্তবে
ঘটনাগুলোর সাথে মন এক হবে।


সবুজ সতেজ মন প্রয়োজন
এই প্রয়োজনে চাই আয়োজন
কী আয়োজন! নিজেকে বুঝতে হবে
নিজে না বুঝলে, কেউ কি বোঝাতে পারবে!


তোমার আমার সকলের মন
মন না থাকলে, অচল জীবন
মন তো আছেই, কার আছে সন্দেহ!
শুধু থাকলে কী বেড়ে যাবে আগ্রহ!


শুধু মন নয়, না শুধু শরীর
দুটোর মিলনে অটল শিবির
তাই আয়োজনে দুটোরই উপস্থিতি
একে অপরের পূরক হওয়াই নীতি।


যখন বিগড়ে যায় এই মন
সুস্থ শরীরও করে আনচান
সাথে সাথে আসে জীবনে অন্ধকার
যা নয় কাম্য, তাতে হয় অপকার।


যন্ত্রণাময় জীবন কে চায়!
যন্ত্রণা দায়, আর কিছু নয়
এই দায় থেকে উদ্ধার পাওয়া সম্ভব
সেটা হবে নিয়ে সতেজ মনের অনুভব।


কামনাতে সুখ যা আছে থাকুক
স্বাধীনতা নিয়ে ইচ্ছা মাতুক
তার সাথে যদি এসে যায় দুখ কদাচিৎ
সবুজ মনের স্পর্শে দুখ হবে চিত।


মনই আসল, মানতেই হবে
সুখের আবেশ মনই যোগাবে
মনই রাখবে প্রতিটি শরীর চনমন
রাখতেই হবে সবুজ সতেজ মন।


সুবীর সেনগুপ্ত