//রাত্রি থাকেনা কারো অধিকারে//


রাত্রিতে কার বেশী অধিকার!
বলবে কী জিজ্ঞাসাই অসার!
বললে হবেনা কারো কোনো ক্ষতি
মতামতে খুলে যাক সব দ্বার।


যদি মানি কারো বেশী অধিকার
পারবে কি অধিকার বুঝে নিতে!
সেটাই না হলে অধিকার বৃথা
রাত্রি তখন সকলের পাতে।


অধিকার নিয়ে কলহ দ্বন্দ
কাড়াকাড়ি মারামারি খুনোখুনি
প্রমাণ করার মরিয়া চেষ্টা
বল প্রয়োগের কথাও তো শুনি।


সব্বার আছে কিছু অধিকার
যেমন ধরোনা একটি শরীর
শ্বাস প্রশ্বাস স্বাধীন ভাবনা
উপভোগ করা রূপ প্রকৃতির।


কোনো অধিকার গড়তে হয়না
কাড়তে হয়না কারো কাছ থেকে
সহজাতভাবে গড়ে অধিকার
পক্ষপাতের সব পথ ঢেকে।


অধিকার কালো, অধিকার সাদা
সাদা অধিকারে নেই কোনো বাধা
কালো অধিকার কালোর মোড়কে
এতে প্রতারণা আর অসাধুতা।


বহু অধিকার করেই স্থাপন
প্রসন্নতায় ভরে গেল মন
কতদিন অধিকার ধরে রাখা!
হারায় জীবন হারায় স্বপন।


রাত্রি আসবে, জোনাকী জ্বলবে
তারাদের দল ফুটেও উঠবে
রাত্রিকে যদি এরা করে দাবী!
মানুষ কী তাতে বাধা দিতে যাবে!


রাত্রির অধিকার নিয়ে কথা
কবিতা গল্পে হয়ে যাবে গাঁথা
রাত্রির আসা সকলের তরে
নিঃস্বার্থ হয়েই রাত্রি যে দাতা।


সুবীর সেনগুপ্ত